WE ARE UPDATING OUR SITE.PLEASE STAY WITH US

Friday, January 9, 2015

ভেবেছিলাম আকাশ হব


ভেবেছিলাম আকাশ হব,
হতে আমি পারিনি
তাই সাদা মাখা নীল আমি আজও দেখেনি |
ভেবেছিলাম ভোরের রোদ হব,
হতে আমি পারিনি,
তাই সোনালী সকাল তোমায় দিতে পারিনি |
ভেবেছিলাম আরো লিখবো কিন্তু আমি পারিনি |
আমি কোনো দিনও তোমাকে ছাড়তে চাইনি
তবে ছাড়াটা কখনো আমাকে ছাড়েনি |

অমূল্য উপহার


সবাই বলে, আমি ভুল করেছি
এক সাথে এত গুলো ফুল ছিড়েছি |
দেবার মত চুলের খোঁপা ছিল না আমার
তাই বইয়ের পৃষ্টার ফাঁকে ফাঁকে বসবাস |
পচে শুকিয়ে গেছে__
সবাই বলে কেমন যেন
দুর্গন্ধ বের হচ্ছে আমার দেহ থেকে |
সম্ভবত,মাতলা মাতলা|
মদ খাওয়া মাতালের মত_
ডাসবিনের পঁচা খাবারের মত_|
আমি বলি তোমরা ভদ্র সমাজ_
মাতলামি পছন্দ করো না কিন্তু
গোপনে গোপনে মাতাল থাকা তোমাদের কাজ |
আর ডাসবিনের পচাঁ খাবার
সে-তো না পাওয়াদের কাছে অমূল্য উপহার__|

ধুলোময় আমি


আরতো কটাদিন তার পরতো চলেই যাব।
বর্যা আসছে,আষাঢ় আসছে।
ও তুমি তো জান না।
আসছে বর্ষা আসছে ।
আমি তো ধুয়ে চলে যাব এই বর্ষার জলে।
আরতো খেলা করতে পারবো না
তোমার পায়ে ধুলে হয়ে।
তবে চিন্তা করো না,
আবার ফিরে আসবো
কোনো এক চৈত্রে ধুলো হয়ে ।
খেলা করবো তোমার পায়ে,
তুমি আবার হাটবে আমার বুক জুড়ে।

হাজার টাকার সুখ


চারটে দেয়ালে ঘেরা আমার ঘর|
আছে বিছানা,দেয়ালে ঝুলানো কাপড়|
টেবিলের উপরে পদার্থ,রসায়ন,জীব|
পাশেই পরে রয়েছে সিগারেট
ফ্লোরে পরে রয়েছে পেন্ট-শার্ট,
এক জনে সালোয়ার-কামিজ,পায়জামা|
বিছানায় কোমল মরা দেহ|
হালকা চিৎকার,গায়ে নখের আচর|
সুখ সুখ হাজার টাকার সুখ|
সুখ ফুরালে স্নান,দেহ থেকে ঝরে পরছে
হাজার টাকার সুখের গন্ধ|
এই হাজার টাকার সুখ আমার শহরের জন্য|

ভালোবাসা থাকো তুমি


ভালোবাসা তুমি
১৪ ফেব্রুয়ারী তে থাকো |
হাজার ফুলের বিনিময়ে থাকো |
তরুণের হাত থেকে তরুণীর হাতেই থাকো |
থাকো ফুসকায়,
থাকো বসে থাকা গল্পে,
থাকো কোনো আইসক্রিমে |
ভালোবাসা থাকো তুমি পাতার ভাজে,
কারো ফোন থেকে ফোনে |
ভালোবাসা থাকো পকেটে,বেগে |
ভালোবাসা থাকো তুমি চোখে চোখে,
খাইয়ে দেওয়া কারো প্রিয় মানুষের হাতে |

ভূত হয়ে দেখতে চাই


আমি একবার মরে
ভূত হয়ে দেখতে চাই |
__আমি একবার মরে ভূত হয়ে দেখতে চাই
তুমি কার মাথায় হাত বুলাও |
তোমার বুকে মাথা রেখে কে ঘুমায় |
কাকে নিয়ে দেখ স্বপ্ন |
কার জন্য বাঁধ চুল
কার জন্য পড় কানে দুল |
আমি এক বার মরে ভূত হয়ে দেখতে চাই
তুমি কতটা আপন কারো !

কুয়াশার উপহাস একান্ত আমার উদ্দেশ্যে


কুয়াশা এবার ও আমায় উপহাস করলো |
করারি কথা_আমি আর সে তো হাজার বছর ধরেই একা |
কুয়াশা_এবারো হলনা-আমি একাই হাটলাম তোমার ভিতর দিয়ে |
পায়ে মাখালাম শিশির |
সেও একদিন হেসে বলে_কি এবারো এলনা!
ঈষাৎইদ শুনছো,
সবাই আমায় উপহাস করছে
তুমি এবারও আসলে না বলে|
তবে সত্যকি জান_?
এরা সবাই তোমাকে দেখতে চায় |
তোমার হাসি শুনতে চায় |
বিশেষত_এরা সবায় তোমাকে ছুতে চায় ঠিক আমার মত |
কিন্তু তুমিতো এলেনা |
কিছু দিন আর বাকি আছে আশা করি আসবে |
আমরা সবাই অপেক্ষায় থাকলাম |
ইতি_ তোমার,
আকাশ_কুয়াশা_আর_শিশির ||

 

Copyright @ 2015 KOBISHOVA.